নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদসহ শংকর কোচ (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৪ জামালপুরের সদস্যরা।
শুক্রবার (১ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শংকর কোচ পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের শগেন্দ্র কোচের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে পশ্চিম সমশ্চুড়া এলাকার মধুটিলা পাকা রাস্তার উত্তর পাশে অভিযান চালানো হয়। অভিযানকালে আমদানি নিষিদ্ধ ৯৫ বোতল ম্যাগডোয়েল নাম্বার ওয়ান ব্র্যান্ডের ভারতীয় মদসহ শংকর কোচকে আটক করা হয়। উদ্ধার মদের মূল্য প্রায় ১ লাখ টাকা। শনিবার মামলা দিয়ে শংকরকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, আটক শংকর কোচ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত।