1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে সিডস প্রকল্পের সমাপনী সভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কারিতাস সিডস প্রকল্পের ৫ বছরব্যাপী উপজেলা পযার্য়ে কার্যক্রমের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

কারিতাস সিডস প্রকল্পের শিক্ষা সমন্বয়কারী ওসমান গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা শিক্ষা অফিসার নূরুন নবী, উপজেলা সমবায় অফিসার রুকনুজ্জামন।

এসময় অন্যদের মধ্যে কারিতাস ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী প্রমা পিছিলা ম্রং, নালিতাবাড়ী উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা,শ্রীবরদী উপজেলা সমন্বয়কারী সত্যজিৎ মরং, মাঠ সহায়ক সুভল দফো, তিলোত্তমা রিছিল, কর্নেল আরেং, পিন্টু নেংমিঞ্জাসহ উপকারভোগিগণ উপস্থিত ছিলেন।

সভায় ঝিনাইগাতী উপজেলায় ২০১৯-২০২৩ খ্রি. পর্যন্ত সিডস প্রকল্পের ৫ বছরব্যাপী কার্যক্রমের অর্জনসমূহ উপস্থাপন করা হয়।

এছাড়াও উপস্থিত অতিথিগণ সংক্ষিপ্তভাবে নিজেদের মতামত ব্যক্ত করেন। পরিশেষে প্রধান অতিথি ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com