শেরপুর : চোরাচালানের মাধ্যমে আনা তিন পিকআপ ভর্তি ভারতীয় চিনিসহ চারজনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার আমতলী এলাকা থেকে ওই তিনটি পিকআপ থেকে ১৫০ বস্তা চিনি এবং পাচারের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শনিবার সকালে ময়মনসিংহের ধোবাউরা সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ভারতীয় চিনি ভর্তি তিনটি পিকআপ জামালপুর যাচ্ছিল। পিকআপগুলো শেরপুর সদরের আমতলী মোড়ে এলে কথিত সাংবাদিকের সাথে ভারতীয় চিনি পাচার নিয়ে ঝামেলা তৈরি হয়। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চিনি ভর্তি পিকআপগুলো আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন পিকআপ ভর্তি ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় চিনির মালিক মানিক ও আইয়ুব আলী এবং ট্রাকচালক নাজমুল ও আনিসকে আটক করা হয়।
আটক চিনির মালিক মানিক ও আইয়ুব আলী বেশ কিছুদিন যাবত ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে পাচার হওয়া ভারতীয় চিনি ক্রয় করে কেনা-বেচা করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল।