শেরপুর : নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে শেরপুর-১ সদর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিউর রহমান আতিকের পর মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুসহ তার পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামছুন্নাহার কামালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তাদেরকে ১০ ডিসেম্বর বেলা ১১টায় সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এর বিচারক মাহবুব আলী মোয়াদ।
নোটিশে বলা হয়, প্রার্থী নিজে এবং তার পক্ষে অভিযুক্তরা গত ৪ ও ৬ ডিসেম্বর শহরের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি ভেঙ্গে নির্বাচনী প্রচারণা চালায়। এ বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে ট্রাইবুনালে তলব করা হয়েছে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।
এর আগে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে শোকজ করা হয় সরকার দলীয় হুইপ ও সদর আসনের এমপি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিউর রহমান আতিককে। গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ মাহমুদ আলী মুয়াদ এ নোটিশ দেন। ওই নোটিশে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে প্রার্থীকে সশরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।