বান্দরবান : বান্দরবানে সদরে অভিযানে অবৈধ চোলাই মদসহ মোহাম্মদ ইলিয়াছ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ২এপিবিএন বান্দরবান। এ সময় তার কাছ ৫৫.৫ (সাড়ে পঞ্চান্ন) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
গতকাল রোববার (১০ ডিসেম্বর) রাত ৮টা নাগাদ বান্দরবান হতে কেরানীহাটে অবৈধ চোলায় মদ পাচার কালীন সময় মেঘলা এলাকায় মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার পদুয়া ইউনিয়নের ফরিয়াদকুল এলাকার মৃত আব্দুল অদুদের ছেলে। সোমবার (১০ডিসেম্বর) সকালে এক প্রেস রিলিজে মাধ্যমে এসব তথ্য জানান বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ২ এপিবিএন আলী আহমদ খান।
প্রেস রিলিজে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান থেকে কেরানীহাটগামী একটি সিএনজি যোগে একজন মাদক ব্যবসায়ী কেরানীহাটে সাড়ে পঞ্চান্ন লিটার দেশীয় চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় মেঘলাস্থ বান্দরবান জেলা পরিষদ গেইটের সামনে এসআই (নিঃ) মাইকেল বনিক ও এএসআই (সঃ) নূর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কেরানিহাট-বান্দরবান গামি পাকা রাস্তার উপর উক্ত সিএনজিকে থামিয়ে তল্লাশী চালায়। পরে মাদক ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াছসহ ৫৫.৫ (সাড়ে পঞ্চান্ন) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণি ক্রমিক ২৪(খ)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে জানানো হয়।