নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ২০২৩-২০২৪ অর্থবছরের অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ী খাদ্যগুদাম চত্বরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি) আফরোজা আফসানা।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি আবদুস সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় কৃষক, রাইসমিল মালিক ও অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য গুদাম সূত্র জানায়, ধান ও চাল সংগ্রহ অভিযানে কৃষকদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ৮১০ মেট্রিকটন ধান এবং ২০টি রাইস মিলের সাথে ৪৪ টাকা কেজি দরে ৮০৮ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চুক্তিবদ্ধ করা হয়েছে।