নালিতাবাড়ী (শেরপুর) : যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। তবে কর্র্তৃপক্ষের অদূরদর্শিতা-অবহেলায় আসন বিন্যাস নিয়ে অসন্তোষে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অসন্তোষ প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মীরাও।
সারাদেশের ন্যায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে কর্মসূচী হাতে নেয়। ভোরে শহীদ মিনার প্রাঙ্গনে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন এবং পরে তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে শান্তির বার্তা, জাতীয় পতাকা হস্তান্তর, প্যারেড গ্রাউন্ড পরিদর্শন ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাণী পাঠসহ কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমন লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
তবে অনুষ্ঠানের শুরুতেই আসন বিন্যাস নিয়ে অসন্তোষ দেখা দেয়। ফলে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান। উপজেলা প্রশাসনের পর পাশাপাশি আরও এক সারি মাঝে রেখে পরের সারিতে আলাদাভাবে রাজনৈতিক নেতৃবৃন্দের বসার স্থান নির্ধারিত থাকলেও প্রশাসনের সাথে দায়িত্বশীলদের বসার ব্যবস্থা না থাকায় এ অসন্তোষ দেখা দেয়।
এর আগে বিষয়টি টের পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নেতৃবৃন্দকে উপজেলা প্রশাসনের সাথে বসার অনুরোধ করলেও আওয়ামী লীগ নেতৃবৃন্দ অনুষ্ঠান বর্জন করেন।
অন্যদিকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থানের সামনের সারির সবক’টি আসনে বিভিন্ন দফতরের কর্মকর্তারা বসে পড়েন। উপজেলা প্রশাসনের সাথেই তাদের বসার স্থান নির্ধারিত থাকা সত্বেও গণমাধ্যমকর্মীদের আসনে বসায় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠান কাভারেজ করলেও প্রতিবাদে কোন আসনে বসেননি।
নির্বাচন উপলক্ষে প্রশাসনে সদ্য বদলিজনিত কারণে পূর্ব অভিজ্ঞতা না থাকায় এবং কর্মকর্তাদের অবহেলা ও হেয়ালিপনায় বিজয় দিবসের অনুষ্ঠান অনেকটাই বিবর্ণ রূপ নেয়।