1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

শেরপুরের তিন আসনে ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

শেরপুর : শেরপুরে ১৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন।

শেরপুর-১ সদর আসনে ৭ জন, শেরপুর-২ নকলা ও নালিতাবাড়ী আসনে ৩ জন এবং শেরপুর-৩ শ্রীবরদী ও ঝিনাইগাতী আসনে ৫ জন মিলে মোট ১৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। এসময় পুলিশ সুপার মোনালিসা বেগম নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাতে সবার প্রতি আহ্বান জানান।

শেরপুর-১ সদর আসনে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক নৌকা, ছানুয়ার হোসেন ছানু ট্রাক, মাহমুদুল হক মনি লাঙ্গল, এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ নোঙ্গর, বারেক বৈদেশী গামছা, আবুল কালাম আজাদ একতারা এবং ফারুক হোসেন সোনালী আঁশ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

শেরপুর-২ নকলা ও নালিতাবাড়ী আসনে বেগম মতিয়া চৌধুরী নৌকা, লাল মোহাম্মদ শাজাহান কিবরিয়া মশাল এবং সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

শেরপুর-৩ শ্রীবরদী ও ঝিনাইগাতী আসনে এডিএম শহিদুল ইসলাম নৌকা, সিরাজুল হক লাঙ্গল, সুন্দর আলী গামছা, এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ট্রাক এবং প্রকৌশলী ইকবাল হোসেন ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এদিকে প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com