ফেনী: পরিচিত ঘরে ডাকাতি করার সময় চিনে ফেলায় বাড়ির গৃহকর্তীকে গলা চেপে ধরে ডাকাতরা। তাদের হাত থেকে বাঁচতে ধস্তাধস্তি শুরু করেন গৃহকর্তী পারুল বেগম। এসময় একজনের শার্টের বোতাম ছিঁড়ে পড়ে যায়। এক পর্যায়ে ডাকাতের হাতে কামড় দিয়েও শেষ রক্ষা হয়নি পারুল বেগমের। ডাকাতরা তাকে হত্যা করে ঘর লুট করে। সেই শার্টের বোতাম ও হাতে থাকা কামড়ের চিহ্ন দেখে হত্যার রহস্য উদঘাটন করেছে ফেনীর দাগণভূঞা থানা পুলিশ।
জানা যায়, গত ১৩ ডিসেম্বর ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর বারাহিগুণি ছেরাজ মিয়ার বাড়ির বসতঘর থেকে দুবাই প্রবাসী আতাউর রহমানের স্ত্রী পারুল বেগমের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। শুরু থেকে এটিকে হত্যাকাণ্ড দাবি করে আসছিলেন নিহতের স্বজনরা। পরে হত্যার রহস্য উদঘাটনে নামে পুলিশ। ঘটনাস্থলের লাশের পাশ থেকে আলামত হিসেবে শার্টের দুটি বোতাম উদ্ধার করে পুলিশ। সেই বোতামের সূত্র ধরেই খুনিদের শনাক্ত করা হয়।
রোববার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনায় জড়িত সন্দেহে মোবারক হোসেনকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে জড়িত ইহাব হোসেন শুভ (২০) এবং আব্দুল আউয়াল প্রকাশ সাদ্দামকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বলেন, গ্রেপ্তারকৃত মোবারক ওই বাড়িতে মাঝেমধ্যে ছোটোখাটো কিছু কাজ করতেন। সেই সুবাদে মারা যাওয়া নারীকে নানি বলে ডাকতেন তিনি। ঘটনার দুয়েকদিন আগেও মোবারককে নিহত নারী ডেকেছিলেন বলে জানায় নিহতের ছেলে তন্ময়। মোবারক ঘটনার দিন তার অন্য দুই সহযোগীকে নিয়ে ওই বাড়িতে ডাকাতি করে। সেখানে তাদের চিনে ফেলায় দুই সহযোগীসহ মোবারক পারুল বেগমকে গলা চেপে ধরেন। তাদের হাত থেকে বাঁচতে ধস্তাধস্তি করেন পারুল বেগম। এ সময় মোবারকের হাতে কামড় দেন তিনি। যে চিহ্ন পরবর্তী গ্রেপ্তারকৃত আসামি মোবারকের হাতে দেখতে পায় পুলিশ। একইসময় নিহতের লাশের পাশ থেকে উদ্ধার করা দুটি শার্টের বোতামের সাথে মোবারকের শার্টের বোতামের মিল পাওয়া যায়।
ওসি আরও বলেন, স্বীকারোক্তি অনুযায়ী অভিযুক্তরা ওই নারীকে হত্যা করতে চাননি। ডাকাতির একপর্যায়ে ওই নারী মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ করার চেষ্টা করলে তারা ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় প্রথমে আসামি মোবারককে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুভ ও সাদ্দামকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মোবারক হোসেন লক্ষীপুর জেলার সদর উপজেলার টুমচুর গ্রামের মঈন উদ্দনের ছেলে। বর্তমানে তিনি ফেনী সদর উপজেলার মাথিয়ারা এলাকার বাসিন্দা। অন্যজন ইহাব হোসেন শুভ ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের আফজল মিস্ত্রী বাড়ির মো. সেলিমের ছেলে। গ্রেপ্তারকৃত আরেক আসামি আব্দুল আউয়াল প্রকাশ সাদ্দাম দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর বারাহিগোবিন্দ গ্রামের মৃত হাজী সিরাজ মিয়ার ছেলে।