শেরপুর : শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতিসহ দলের নেতাকর্মীদের পাস কাটিয়ে নিজের ইচ্ছায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ এনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনিকে বর্জন করেছে শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইলিয়াস উদ্দিনসহ দলের অধিকাংশ নেতাকর্মী।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে শহরের ইলিয়াস প্লাজায় শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যন মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে শেরপুর-১ সদর আসনে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ও শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুকে সমর্থন জানানো হয় ওই সভায়।
সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন, ধলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী, বাজিতখিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মাহমুদুল হক মনি জাতীয় পার্টির নাম ভাঙ্গিয়ে দলের প্রার্থী হয়ে দলের নেতাকর্মীদের পাশ কাটিয়ে নির্বাচন করছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করছেন। শেরপুরের মানুষ এবার পরিবর্তন চায়। কাজেই কোন ষড়যন্ত্র এবার কাজে আসবে না।
পরে শেরপুর-১ সদর আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সভায় যোগ দেন।