শেরপুর : শেরপুর-১ সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী আতিউর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানুর সমর্থকদের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষে রূপ নিয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সদর উপজেলার কুসুমহাটি ও জেলা শহরের রঘুনাথ বাজার এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ৩টি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে কুসুমহাটি এলাকায় নৌকা প্রতীকের পথসভা চলাকালে ওই এলাকার ট্রাক মার্কার সমর্থক কয়েকজন যুবক ওই সভার সামন দিয়ে একাধিকবার মোটরসাইকেলে করে আসা-যাওয়া করে। এতে নৌকার সমর্থকরা তাদের গতিরোধ করে চর-থাপ্পর দেয়। এরই জের ধরে ট্রাকের সমর্থকরা প্রতিবাদ জানালে সেখানে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। আহত হয় অন্তত ৫ যুবক।
এদিকে এ ঘটনার জেরে শহরের রঘুনাথ বাজার এলাকায় ট্রাক মার্কার সমর্থককে আটকে মারধর ও মোটরসাইকেল ভাংচুর করে নৌকার সমর্থকরা। এ ঘটনার প্রতিবাদে ট্রাক মার্কা সমর্থকরা জেলা শহরে রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে নেতৃত্ব দেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানু, শেরপুর জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবীর রুমান, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ছানোয়ার হোসেন ছানু বলেন, আমাদের সুনিশ্চিত বিজয় জেনে আতিউর রহমান আতিকের মাথা খারাপ হয়ে গেছে। এ জন্য তিনি সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। ২৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেরপুরে ভার্চুয়ালে নৌকার ভোট চাইবেন। তাই আতিক সাহেব অভিনয় করে সেখানে উপস্থাপন করার জন্য এ শান্ত পরিস্থিতিকে অশান্ত করে তুলছেন।