1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

জমি নিয়ে বিরোধ: দেবর-জায়ের বিরুদ্ধে বিধবাকে পুড়িয়ে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : জমি সংক্রান্ত বিরোধের জেরে পঞ্চান্ন বছর বয়সী আঞ্জুমান আরা খাতুন নামে এক বিধবাকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের দেবর, জা ও দেবরের ছেলের বউয়ের বিরুদ্ধে।

গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর গ্রামে শরীরে আগুন দেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে শুক্রবার সকালে মারা যান ওই নারী। এ ঘটনায় গতকাল রোববার নালিতাবাড়ী থানায় জড়িত তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের একমাত্র কন্যা আকলিমা খাতুন। মামলায় অভিযুক্তরা হলো- নিহতের দেবর একই গ্রামের গিয়াস উদ্দিন (৫৫), জা আম্বিয়া খতুন (৫০) ও তাদের ছেলের বউ মালেকা (২৫)।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাগিচাপুর গ্রামের আবুল কাশেম এর মৃত্যুর পর তার স্ত্রী আঞ্জুমান আরা এবং একমাত্র কন্যা আকলিমার সাথে বসতভিটা নিয়ে বিরোধে জড়ায় মৃত আবুল কাশেম এর ছোট ভাই গিয়াস উদ্দিন। এ নিয়ে গ্রামে কয়েক দফায় শালিশি বৈঠকও হয়।

গত সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে অভিযুক্তরা মিলে বিধবা আঞ্জুমান আরাকে ঘর থেকে টেনে বের করে পুকুর পারে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর জা এবং জায়ের ছেলের বউ আঞ্জুমান আরার গায়ে কোরোসিন ঢেলে দেয়। পরে শরীরে আগুন ধরিয়ে দেয় দেবর গিয়াস উদ্দিন। এসময় পুরো শরীরে আগুন লেগে গেলে বিধবা আঞ্জুমান আরা চিৎকার শুরু করেন। চিৎকার-চেচামেচি শোনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুকুরের পানিতে আগুন নিয়ন্ত্রণে এনে ওই বিধবাকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখানে থেকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান বিধবা আঞ্জুমান আরা। পরে ময়না তদন্ত শেষে শনিবার তার মরদেহ বাগিচাপুর কবরস্থানে দাফন করা হয়। রোববার নিহতের একমাত্র কন্যা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের কেউ গ্রেফতার হয়নি। সম্ভব হয়নি তাদের মতামত নেওয়া।

মামলার বিষয়টি নিশ্চিত করে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com