শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার পৌরসভার জালকাটা গ্রামে নৌকা প্রতিকের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার গভীর রাতে জালকাটা এলাকায় অবস্থিত নৌকা প্রতিকের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ করা হয়।
জালকাটা গ্রামের মো: আজিজল হক বলেন, আমরা সোমবার দিবাগত রাত প্রায় ২টা পর্যন্ত এ নির্বাচনি অফিসে অবস্থান করি। পরে যে যার মত বাড়িতে চলে যাই। সকালে শুনতে পাই, আমাদের জালকাটা নৌকা প্রতিকের অফিসে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে পোস্টার, কাপড় পুড়ে গেছে। সাথেই বৈদ্যুতিক তার ছিল, বৈদ্যুতিক তারে আগুন ধরলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতো।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম বলেন, আমার জনপ্রিয়তা দেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার বিজয় নিশ্চিত দেখে একটি গোষ্ঠি বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই আমার নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে আমার বিজয় হবেই, ইনশাআল্লাহ।
এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আমিনুল ইসলাম বলেন, বিষয়টি শুনেই সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ি সার্কেল) মোঃ দিদারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।