শেরপুর : শেরপুর সদর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন-২৪৩, শেরপুর-২ আসনে টানা পাঁচ বারের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আতিউর রহমান আতিককে সূচনীয়ভাব হারিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু।
রোববার (৭ জানিুয়ারি) রাতে রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী ছানোয়ার হোসেন ছানু ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ০৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি আতিউর রহমান আতিক (নৌকা) পেয়েছেন ৯৩ হাজার ০৩৭ ভোট। ভোটের ব্যবধান হয়েছে ৪৩ হাজার ৫৬টি।
এরমধ্যে চর শেরপুর ইউনিয়নের ১২নং বাঘেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ট্রাক প্রতীকের ২ হাজার ৯২৯ ভোটের বিপরীতে নৌকা পেয়েছে শুন্য ভোট। টানা পাঁচ বারের সংসদ সদস্যের দলীয় প্রতীকেও ভোটশুন্যতা রীতিমতো হুইপ আতিকের জন্য সূচনীয় পরাজয়। এছাড়াও বেশ কয়কটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সাথে নৌকা প্রতীকের ভোটের ব্যবধানও এ বিষয়টিই স্পষ্ট করেছে।