নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল জিপসাম, বোরণ ও জিংক সার সংরক্ষণ এবং বিপণন করায় মের্সাস জারা এগ্রো লি. নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসা প্রতিষ্ঠানটিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন ও মওদুদ আহমেদ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, তারাগঞ্জ দক্ষিণ বাজারে অবস্থিত মেসার্স জারা এগ্রো লিঃ এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ভেজাল জিপসাম, বোরণ ও জিংক সার সংরক্ষণ এবং বিপণন করায় ওই প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রায় ১০ টন নকল জিপসাম সারসহ জিংক ও বোরণ সার জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল বিষয়টি নিশ্চিত করেছেন।