1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে নকল সার কারখানায় অভিযান, ভেজাল সার জব্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে একটি নকল সার তৈরীর অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার পাশে খোলা আকাশের নিচে ২.২ টন নকল জিপসাম, ১.৫ টন প্যাকেটজাত নকল জৈব সার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার বাঘবের ইউনিয়নের শিমুলতলা এলাকায় ঢাকা থেকে পরিচালিত এগ্রো বাংলাদেশ নামের নামসর্বস্ব এ প্রতিষ্ঠানের অবৈধ কারখানায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এদিকে অভিযানের খবর পেয়ে আগেই প্রতিষ্ঠানটির কর্মচারী ও ম্যানেজার পালিয়ে যায়।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন ও মওদুদ আহমেদসহ সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, এগ্রো বাংলাদেশ নামে ওই অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বালি, রং, চুনা পাথর ও নামমাত্র সারের উপাদান দিয়ে তৈরি সার পাওয়া যায়। পরে এসব নকল সার জব্দ করা হয়। এ সার ক্রয় করে কৃষকরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছিলেন।

উপজেলা কৃষি অফিস জানায়, ওই কারখানা বিপুল পরিমাণ নকল জিপসাম ও অনুমোদনহীন প্যাকেটে প্যাকেটজাত জৈব সার জব্দ করা হয়েছে। অভিযানের সময় কারখানার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তারা আগেই পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com