শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ফসলি জমির টপ সয়েল কাটায় ভেকু মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকেলে ইউএনও ফৌজিয়া নাজনীনের নির্দেশনায় উপজেলার খরিয়া কাজির চর ইউনিয়নের লংগরপাড়া এলাকা থেকে ওই মাটি কাটার ভেকু মেশিনটি জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার।
জানা গেছে, কিছু দিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির টপ সয়েল কেটে ইটভাটা ও বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে একটি চক্র। বুধবার বিকালে উপজেলার লংগরপাড়া এলাকায় ফসলি জমির টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে এমন সংবাদ পান উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। পরে ব্যবস্থা নিতে লংগরপাড়া এলাকায় যান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার। সহকারী কমিশনার ভুমি র উপস্থিতি টের পেয়ে ভেকু মেশিন রেখে পালিয়ে যান সবাই। পরে টপ সয়েল কাটায় ব্যবহৃত ভেকু মেশিনটি জব্দ করে খড়িয়া কাজির চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দুলাল মিয়ার জিম্মায় রেখে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার বলেন, ফসলি জমির টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে আমি লংগরপাড়া এলাকায় আসি। আমার উপস্থিতি টের পেয়ে ভেকু মেশিন রেখে সবাই পালিয়ে যায়। টপ সয়েল কাটায় ব্যবহৃত ভেকু মেশিন জব্দ করা হয়েছে।