মনজুরুল হক, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত ভেজাল ২৮ মেট্টিকটন ভেজাল ও অনুমোদনহীন সার ধ্বংস করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে আগুনে পুড়িয়ে এসব ধ্বংস করা হয়। এতে করে উপজেলার প্রায় ২০ হাজার কৃষক ভেজাল সারের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন।
উপজেলা কৃষি অফিস জানায়, গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার শিমুলতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় এগ্রো বাংলাদেশ নামে একটি কোম্পানীর মোড়কে বালি, রং, চুনা পাথর ও নামমাত্র সারের উপাদান দিয়ে তৈরি প্রায় ৩ মেট্টিকটন নকল জিপসাম ও অনুমোদনহীন প্যাকেটে প্যাকেটজাত জৈব সার জব্দ করা হয়।
এছাড়াও গত ৯ জানুয়ারি মঙ্গলবার নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার জারা এগ্রো লিঃ নামে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন। ওই সময় প্রায় ১০ মেট্টিকটন ভেজাল জিপসাম, বোরণ ও জিংক সার জব্দ এবং মালিকপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত। এভাবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নকল ও অনুমোদনহীন সার জব্দ করে ১৬ জানুয়ারি মঙ্গলবার তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ ও আনোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।