1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে খাঁটি সরিষার তেল বাজারজাত করণ উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

মনজুরুল হক, স্টাফ রিপোর্টার : উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথউদ্যোগে ভোজ্যতেল হিসেবে খাঁটি সরিষা তেল ভোক্তাদের হাতে তুলে দিতে সরিষার তেল বোতল ও বাজারজাতকরণ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ মেঘমালায় এ উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

সভায় জানানো হয়, অতীতের তুলনায় এখন অনেক বেশি সরিষা চাষ হচ্ছে। ভোজ্যতেল হিসেবে সরিষা তেলকে ভোক্তাদের কাছে জনপ্রিয় করার জন্য উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে খাঁটি সরিষার তেল সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরিষা তেল ভোক্তারা গ্রহণ করলে আমাদের সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমে বৈদেশিক মূদ্রা সাশ্রয় হবে। সর্বোপরি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও উদ্যোক্তা মোস্তফা কামাল এ তেল সরবরাহ করবে জানিয়ে দুই লিটার খাঁটি সরিষার তেল ৫০০টাকা ও ৫ লিটার খাঁটি সরিষার তেল ১২০০ টাকায় বিক্রির সিদ্ধান্ত জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, আনোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. আবু সায়েম, উদ্যোক্তা মোস্তফা কামাল, ব্যবসায়ী নেতা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের ভোক্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com