1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৪০

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে এক পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব কলসপাড় ও পার্শ্ববর্তী গাজিরখামার ইউনিয়নের কেজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের অনেকেই জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে সদরের গাজীরখামার ইউনিয়নের কেজারপাড় ও নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব কলসপাড় এলাকায় একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌড়াতে থাকে। একপর্যায়ে কুকুরটি যাদের সামনে পায় তাদেরই কামড়ানো শুরু করে। এরপর এলাকাবাসী ধাওয়া করলে কুকুরটি পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা হেলাল জানান, আমার দাদী বাড়ির বাইরে বের হলে পাগলা কুকুড় এসে তাকে কামড়ে দেয়।

আরেক রোগীর স্বজন সোলায়মান জানান, তার বাবা ক্ষেতে কাজ করতে গিয়েছিল। সেখানেই কুকুরটি তাকে কামড় দিয়েছে।

কুকুরের কামড়ে আহত রোকেয়া বেগম জানান, বাড়ির বাইরে হাঁটছিলাম। এসময় কুকুড় এসে আমাকে কামড় দেয়। হাসপাতালে এসে শোনি টিকা নেই। তাই দোকান থেকে টিকা কিনে দিতে হচ্ছে।

আহতদের স্বজনরা জানান, শেরপুর সদর ও নালিতাবাড়ী উপজেলায় দুই ইউনিয়নের পাঁচ গ্রামের মোট ৪০ জনকে পাগলা কুকুরে কামড়েছে।

বিষয়টি নিশ্চিত করে কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছি। জেলা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে তাদের পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন জানান, এই মুহূর্তে আমাদের হাসপাতালে কুকুড়ের কামড়ের টিকার সরবরাহ নেই। আগামী সপ্তাহে সরবরাহ আসবে। তখন তাদের সরকারীভাবে টিকার ব্যবস্থা করা হবে। ৪ জন করে মিলে ৬০০ টাকা করে টিকা কিনে আনছেন আর তা আমরা দিয়ে দিচ্ছি। কুকুরের কামড়ে আহত হয়ে অনেকেই জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com