1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

শেরপুরে দুই অবৈধ ইটভাটা বন্ধ, তিন লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

শেরপুর: শেরপুরে অবৈধভাবে পরিচালনা ও বনের কাঠ পোড়ানোর দায়ে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এসময় দুটি ইটভাটার কাছ থেকে নগদ তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস অভিযানে সহযোগিতা করেন।

জানা যায়, শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে ফারুক হোসেন। এই অপরাধে ফাতেমা ব্রিক ফিল্ডকে একলাখ টাকা জরিমানা করে তা বন্ধ ঘোষণা করা হয়। এসময় ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।

এছাড়াও লাইসেন্সবিহীন পরিচালিত ও কাঠ পোড়ানোর অপরাধে শেরপুর সদর উপজেলার এমএস ব্রিক ফিল্ডকে দুই লাখ টাকা জরিমানা এবং ভাটা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘জেলা প্রশাসক আব্দুলাহ আল খাইরুমের নির্দেশে অবৈধভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা হচ্ছে। এ সময় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের অভিযান চলমান থাকবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com