নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে বৈমাত্রেয় ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে বড় ভাই আকবর আলী। গত ১৬ জানুয়ারি সকাল দশটার দিকে উপজেলার দক্ষিণ সন্নাসীভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত আমজাদ আলী জীবিত থাকাবস্থায় তার দুই স্ত্রীর গর্ভের দুই ছেলের আকবর আলী ও মুন্নাফ এর নামে আড়াই একর করে মোট পাঁচ একর জমি লিখে দেন। আমজাদ জীবিত থাকাবস্থাতেই মুন্নাফ মারা গেলে তার নামে লিখে দেওয়া আড়াই একর জমির মধ্যে দেড় একর অন্যত্র বিক্রি করে এবং বাকী এক একর জমি অন্য স্ত্রীর গর্ভের ছোট ছেলে আব্দুল কাইয়ুম এর নামে লিখে দেন। ফলে জীবিত দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই কাইয়ুম বড় ভাইয়ের তুলনায় দেড় একর জমি কম পান। আমজাদ আলী মারা যাওয়ার পর দুই ভাইয়ের পৃথক সংসার ভালোই চলছিল। সম্প্রতি বড় ভাই আকবর আলী ছোট ভাইয়ের ওই এক একর জমিতে দৃষ্টি দেন। তিনি ওই জমিতে নিজের অংশ আছে বলে দাবী করেন। একপর্যায়ে গত ১৬ জানুয়ারি সকালে ছোট ভাই বাড়িতে না থাকায় তার জমিতে হালচাষ শুরু করলে ছোট ভাইয়ের স্ত্রী রূপালী খাতুন বাঁধা দেন। এসময় রূপালীকে মারধর শুরু করলে তার চিৎকারে কন্যা কুলসুম মাকে বাঁচাতে দৌড়ে আসে। এসময় মা-মেয়েকে একসাথে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে আকবর আলী ও তার ছেলে মনোয়ার এবং আনোয়ার। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে এ ঘটনায় ছোট ভাই আব্দুল কাইয়ুম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
এলাকাবাসী ও তাদের স্বজনেরা জানান, বড় ভাই আকবর আলী পিতার কাছ থেকে এমনিতেই জমি বেশি পেয়েছে। তার উপর ছোট ভাইয়ের জমিতেও ভাগ বসাতে চায়। এ নিয়ে দফায় দফায় গ্রাম্য শলিশও হলেও বিষয়টি সুরাহা হয়নি। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।