1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

আদালতে হেরে মাইকে ঘোষণা দিয়ে সমাবেশ করে জমি দখল, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর): বিক্রিত জমি নিজেদের বলে দাবী করে এক যুগ পর আদালতের শরণাপন্ন হয়ে হেরে গায়ের জোরে ওই জমি দখলে নামার অভিযোগ ওঠেছে। শুধু তাই নয়, কতিপয় এলাকাবাসীকে ভুল বুঝিয়ে নিজেদের দারিদ্রতা কাজে লাগিয়ে মাইকিং করে আদালতের ডিক্রীর বিরুদ্ধে ওই জমিতে চাষাবাদ করা হয়েছে। ভাংচুর করা হয়েছে প্রকৃত মালিক ভুক্তভোগী আবুল বাশার ওরফে বশর হাজির ব্যবসা প্রতিষ্ঠান, হামলা চালানো হয়েছে বাড়িতেও। লুটে নেওয়া হয়েছে পাওয়ার টিলার। গত ২২ জানুয়ারি সোমবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি গ্রামে এ ঘটনা ঘটে।

উভয়পক্ষের সাথে কথা বলে ও কাগজপত্র ঘেঁটে সরেজমিনে জানা গেছে, পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামের কৃষক উমেদ আলী ৪ ছেলে ও ২ কন্যা রেখে মারা গেলে তার উত্তরাধিকারীগণ স্বেচ্ছায় যার যার পজিশনে পৈত্রিক সম্পত্তি ভোগদখল করছিলেন। এরমধ্যে উমেদ আলীর ছেলে লাল মিয়া তার ভোগদখলে থাকা জমির ২৫ শতাংশ ২০১০ সালের ৩০ জুন ৩৯৫২ নং দলিলে এবং একই বছরের ২৯ ডিসেম্বর ৭৮৬২ নং দলিলে ২৮ শতাংশ মিলে দুই দফায় ৪৮ শতাংশ জমি বিক্রি করেন পার্শ্ববর্তী নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের আবুল বাশার ওরফে বশর হাজির কাছে। তৎকালীণ ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও ইউপি সদস্য আবুল হোসেন ছাড়াও লাল মিয়ার দুই সহোদর আব্দুল কাদির ও নূর ইসলাম বিক্রিত ওই দলিলে সাক্ষী হিসেবে স্বাক্ষরও করেন।

বশর হাজি প্রায় দশ বছর ভোগদখল থাকাবস্থায় বিক্রেতা লাল মিয়াসহ তার অপর তিন ভাই ২০২০ সালে ওই জমি বিক্রির কথা অস্বীকার করেন। একপর্যায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কাছে লাল মিয়া গং বিচার দাবী করেন। পরে উভয়পক্ষের উপস্থিতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বিষয়টি এ শর্তে নিষ্পত্তি করনে যে, ‘বাদীপক্ষ দরিদ্র হওয়ায় শুধুমাত্র মানবিক কারণে তাদের আরও এক লাখ টাকা দেবেন বশর হাজি। এছাড়াও বশর হাজি আগের খারিজ নিজ দায়িত্বে ভেঙে দেবেন। পরবর্তীতে বাদীপক্ষের সকল ওয়ারিশ পুনরায় ওই জমি বশর হাজির নামে রেজিস্ট্রি করে দেবেন।’

বশর হাজি এ বিচার মেনে নিয়ে নিজ দায়িত্বে খারিজ ভেঙে দিলে পরবর্তী সময়ে সুযোগ পেয়ে বেঁকে বসে লাল মিয়া গং। তারা বশর হাজিকে জমিতে প্রবেশে বাঁধা দিয়ে ওই জমি নিজেদের দাবী করে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের শরণাপন্ন হন। এমতাবস্থায় বিশৃঙ্খলা থেকে বাঁচতে বশর হাজি ওই জমিতে ১৪৪ ধারা জারীর আবেদন করলে আদালত ১৪৪ ধারা জারী করে। ফলে ২০২২ সালের পর প্রায় এক বছরকাল নালিশি জমিটুকু অনাবাদী থাকে।

এদিকে লাল মিয়ার সহোদর নূর ইসলামের দায়ের করা মামলার বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের আগস্টে সিনিয়র সহকারী জজ নুরুল আমিন ভুইয়া বাদীপক্ষ অর্থাৎ নূর ইসলাম ও তার সহোদরদের প্রতিকূলে রায় দেন। এ রায়ে লাল মিয়া গং পরাজিত হন এবং বশর হাজির প্রতিপক্ষের দায়ের করা মামলায় নিজের অনুকূলে রায় প্রাপ্ত হন।

পরবর্তীতে স্থানীয় প্রশাসনকে রায়ের কপি দেখিয়ে ওই জমিতে সরিষা চাষ করেন। গত কয়েক দিন আগে সরিষা কেটে ২২ জানুয়ারি বোরোধান রোপন করতে চাষাবাদ করতে যান বশর হাজি। এমতাবস্থায় আদালদের রায় উপেক্ষা করে আকস্মিক জমি বিক্রেতা লাল মিয়ার ভাই আসাদ এর স্ত্রীসহ অন্যান্যরা চাষাবাদে বাঁধা প্রদান করেন এবং একপর্যায়ে দেশিয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েন। ফলে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধলে উভয়পক্ষের কয়েকজন আহত হন। এ নিয়ে উভয়পক্ষে মামলাও দায়ের করা হয় পাল্টাপাল্টি।

এর একদিন পর ২৩ জানুয়ারি কোনপ্রকার কাগজপত্রের তোয়াক্কা না করে স্থানীয় কতিপয় ব্যক্তির ইন্ধনে বশর হাজির বিরুদ্ধে মাইকিং করে কয়েকশ গ্রামবাসী জরো হন। তারা বশর হাজির কেনা ও ডিক্রীপ্রাপ্ত ওই জমিতে অবৈধ অনুপ্রবেশ করে চাষাবাদ করে বশর হাজির রেখে দেওয়া ধানের চারা রোপন করে জমি দখলে নেন। শুধু তাই নয়, আমবাগান বাজারে বশর হাজির বিরুদ্ধে সমাবেশ করে দোকানপাট ও বাড়িতে হামলা চালানো হয়। ভাংচুর করা হয় ব্যবসা প্রতিষ্ঠান। লুটে নিয়ে যাওয়া হয় বশর হাজির পাওয়ার টিলার।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ আহত আসাদ ও তার লোকজন ওই জমি নিজেদের বলে দাবী করেন। একইসঙ্গে বশর হাজি জালিয়াতি করে লিখে নিয়েছেন বলেও দাবী করেন তারা। একপর্যায়ে বশর হাজির কাছে ওই জমি ৭০ হাজার টাকায় বন্ধক দিয়েছেন বলেও দাবী করেন।

এলাকাবাসী জানান, বশর হাজি জমিটি অনেক আগেই কিনে নিয়ে চাষাবাদ করছিলেন। বশর হাজির ব্যবসা প্রতিষ্ঠানে হামলার কথাও স্বীকার করেন তারা। তবে তারা বশর হাজি গং দ্বারা আসাদ গংকে মারধরের প্রতিবাদ জানান।

অন্যদিকে বশর হাজি জানান, প্রতিপক্ষ মামলা করে হেরে যাওয়ার পর তিনি ওই জমিতে চাষাবাদ করছিলেন। এসময় আকস্মিক আসাদ গং নারীসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিতে হামলা করে। আত্মরক্ষায় তারাও প্রতিরোধ করলে উভয়পক্ষের কয়েকজন আহন হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com