1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন

নীলফামারীতে প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
মোঃ সাগর আলী, নীলফামারী: নীলফামারীতে প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা পঞ্চপুকুর বাজার হাইয়ের মোড়ে পঞ্চপুকুর প্রতিবন্ধী সামাজিক উন্নয়ন সংঘের আয়োজনে নিজে প্রতিষ্ঠানে ১৫০ জন প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন- পঞ্চপুকুর প্রতিবন্ধী সামাজিক উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক খয়রুল ইসলাম ও কোষাধ্যক্ষ রজিফা বেগম প্রমুখ।
খাদ্যসামগ্রী পেয়ে প্রতিবন্ধী লিসা বেগম ও রুজিনা বেগম বলেন, আমরা প্রতিবছর এ প্রতিষ্ঠান থেকে অনেক সাহায্য সহযোগিতা পাই। সরকার যদি এ প্রতিষ্ঠানে অর্থ দিয়ে সহযোগিতা করত তাহলে অনেক ভাল হত। আমাদের আর কোন দুঃখ থাকত না।
পঞ্চপুকুর প্রতিবন্ধী সামাজিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আশিদুল ইসলাম বলেন, ‘২০০৩ সাল থেকে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার লক্ষ্যে সামাজিক প্রতিবন্ধী উন্নয়ন সংঘ গঠন করি। আমাদের ৩০০ জন সদস্য রয়েছে। নিজ অর্থয়ানে এ প্রতিষ্ঠিন চলে। প্রতিবন্ধীরা সমাজে যেন অবহেলিত অবস্থায় পড়ে না থাকে সেজন্য তাদের মাঝে সেলাই প্রশিক্ষন দেই, হাঁস-মুরগি পালন করার জন্য অর্থ দেই, ঈদুল ফিতরের সেমাই চিনি বিতরন ও ঈদুল আযহা গরু মাংস বিতরন করি।’
তিনি আরও বলেন, ‘কোন প্রতিবন্ধী মারা গেলে তার দাফন কার্য সম্পন্ন করি এ সংঘের মধ্যে দিয়ে। আমাদের এ প্রতিষ্ঠানে যদি সুশীল সামাজ ও মাননীয় প্রধানমন্ত্রী সহযোগীতা করে তাহলে আমরা সুন্দর ভাবে কাজ করতে পাব। প্রতিবন্ধীরা সমাজে অবহেলিত অবস্থা আর পড়ে থাকবে না।’
এ সময় গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক মাদানি, গাংবার বড়ুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিকরুল হক, উত্তরাশশী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মফিজুল ইসলাম, নীলফামারী জজ কোর্টের সহকারী আইনজীবী মোঃ মানিক মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com