1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সম্ভ্রম বাঁচাতে দায়ের কোপ দিয়ে কারাগারে গেলেন নারী

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর): চল্লিশ বছর বয়সী ৬ সন্তানের জননী নিজের সম্ভ্রম বাঁচাতে দা দিয়ে কুপিয়েছেন লম্পট নুরুল আমীনকে (৫০)। আর সেই কোপানোর অভিযোগে পাল্টা মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে গেছেন ওই নারী।

গত শনিবার (২৭ জানুয়ারি) রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্নাসীভিটা গ্রামের হতদরিদ্র হানিফা জীবিকার তাগিদে ঢাকায় রিকশা চালান। ৬ সন্তানের বড় কন্যাকে বিয়ে দিয়েছেন চট্টগ্রামে। বড় দুই ছেলের একজন ঢাকায় কাজ করে অপরজন শহরের একটি মাদরাসায় পড়াশোনা করে। স্ত্রী তিন শিশু সন্তান নিয়ে একাকী বসবাস করেন বাড়িতে। শনিবার রাত আনুমানিক সাতটার দিকে এশার নামাজ পড়ছিলেন ওই নারী। এসময় ঘরে প্রবেশ করে একই গ্রামের তিন সন্তানের জনক নুরুল আমীন (৫০)। নামাজ শেষ করতেই নুরুল আমীন ওই নারীকে ঝাপটে ধরে সম্ভ্রমহানীর চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে নুরুল আমীনকে পরাস্ত করতে ব্যর্থ হয়ে নিজের সম্ভ্রম বাঁচাতে ঘরে থাকা দা দিয়ে আঘাত করে ওই নারী। এসময় নুরুল আমীন দৌড়ে পালিয়ে যায়।

এদিকে ঘটনার আকস্মিকতায় ওই নারী দৌড়ে বাড়ির কাছে থাকা সাইফুলের দোকানে যান। সেখানে গিয়ে ঘটনা খুলে বললে এলাকাবাসী ঘটনাস্থলে আসেন এবং ওই নারীকে থানা পুলিশের শরণাপন্ন হতে পরামর্শ দেন।

পরে রাতেই ভুক্তভোগী নারী নুরুল আমীনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে নুরুল আমীনকে শেরপুর সদর হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করে।

অন্যদিকে নুরুল আমীন গ্রেফতারের পর তার ছেলে ফরহাদ বাদী হয়ে বাবাকে কোপানোর অভিযোগ এনে রোববার ওই নারীর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ওই নারীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভুক্তভোগী নারীর মা রাজিয়া বেগম (৫৫) জানান, আমার মেয়ে শিশু সন্তানদের নিয়ে একা বাড়িতে থাকে। এ সুযোগ নিয়ে নুরুল আমীন ওর ইজ্জত নষ্টের চেষ্টা করে। ইজ্জত বাঁচাতে আমার মেয়ে দা হাতে তুলে নিয়েছে। এখন ওই মামলায় বাচ্চাদের রেখে জেলে গেছে। তিনি জানান, এর মধ্যে এক ছেলে বয়স এক বছর, আরেক জনের আড়াই বছর, আরেক জনের চার বছর।

স্থানীয় বাসিন্দা মোশারফ জানান, ঘটনার পরপরই ওই নারী দৌড়ে এসে আমাদের জানায়। আমরা তখন দোকানের সামনে বসে গল্প করছিলাম। ঘটনা শোনে বাড়ি গিয়ে নুরুল আমীনের মাথায় শীতের জন্য ব্যবহৃত টুপি পড়ে থাকতে দেখি। তবে ততক্ষণ সে পালিয়ে গেছে।

এদিকে সোমবার আদালত ওই নারীর জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন স্বজনেরা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়ি ফেরেননি।

এলাকাবাসী জানান, অভিযুক্ত নুরুল আমীন একজন চরিত্রহীন লোক। এলাকায় অনেক অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়াও মাদকের সাথেও তার সম্পৃক্ততা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্তকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়েছে। সে বর্তমানে সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। অন্যদিকে দা দিয়ে কোপানার ঘটনায় পাল্টা মামলায় ওই নারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com