অর্থ ও বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মঙ্গলবার বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। প্রত্যাশের চেয়েও দ্রুত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনায় বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির দেশ-মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের ক্ষেত্রে প্রবৃদ্ধির উন্নয়নের সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।
আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-অলিভিয়ার গৌরিঞ্চাস জানিয়েছেন, বিশ্বব্যাপী ঋণদাতাদের সর্বশেষ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ এ ‘নরম অবতরণ’ চিত্র দৃশ্যমান। তবে সামগ্রিক বৃদ্ধি এবং বৈশ্বিক বাণিজ্য এখনও ঐতিহাসিক গড় থেকে কম রয়েছে।
তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতি উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা প্রদর্শন করে চলেছে, মুদ্রাস্ফীতি ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে এবং প্রবৃদ্ধি ধরে রেখেছে। নরম অবতরণের সম্ভাবনা বেড়েছে। আমরা বিশ্বব্যাপী মন্দা পরিস্থিতি থেকে অনেক দূরে রয়েছি।’
তবে গৌরিঞ্চাস সতর্ক করে দিয়ে বলেছেন, সম্প্রসারণের ভিত্তিটি ধীর ছিল এবং ঝুঁকি রয়ে গেছে, যার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং লোহিত সাগরে হামলা- যা পণ্যের দাম এবং সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করতে পারে।