শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে মারধরে ঘটনায় থানায় মামলা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারী) রাতে সাবেক পৌর কাউন্সিরসহ ৩ জনকে আসামী করে শেখদি গ্রামের ইদ্রিস আলী বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এজহার নামীয় বিল্লাল হোসেন (৩২) নামে একজনকে আটক করে। বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি অবৈধ চঁাদা আদায় কেন্দ্র করে শেখদীর গ্রামের অটোরিকশা চালক শাহজাহান ও আক্রাম হোসেনকে মারধর ঘটনায় গুরুতর আহত হয়। এ ঘটনায় আহত অটোরিকশা চালক শাহজাহানের পিতা ইদ্রিস আলী বাদী সাবেক পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ হাবিসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নাম ৫/৬ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।
শ্রীরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, একজনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।