আতিকুর রহমান আতিক, নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ২৫ বস্তা (১ হাজার ২৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বুধবার (৩১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ভারত সীমান্তবর্তী পানিহাটা এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, ভোর রাতে পানিহাটা মিশন এলাকায় দিয়ে তিনটি ট্রলি ভর্তি ভারতীয় চিনি অবৈধভাবে সীমান্ত পথে আনা হচ্ছিল। এসময় টহলরত বিজিবি সদস্যরা ওইসব চিনি জব্দ করতে অভিযান চালালে দুটি ট্রলি পালিয়ে যায়। তবে অপর ট্রলিভর্তি ২৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। অবশ্য এসময় ট্রলিচালক পালিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।
রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, চিনি জব্দ করা গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।