1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

নালিতাবাড়ীর নন্নীতে আলিফ কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

অনুষ্ঠিত মনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার: আধুনিক বিশ্বের সাথে তালমিলিয়ে চলার জন্য প্রযুক্তির ব্যবহার জানা আবশ্যক। সে ল ক্ষ্যেই শুভ উদ্বোধন হলো শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আলিফ কম্পিউটার ট্রেনিং সেন্টার।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় উপজেলার নন্নী বাজার নালিতাবাড়ী রোড নন্নী উচ্চবিদ্যালয় গেইট সংলগ্ন আলিফ কম্পিউটার ট্রেনিং সেন্টার এর কক্ষে দোয়া মোনাজাতের মাধ্যমে এর শুভ উদ্বোধণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিফ কম্পিউটার ট্রেনিং সেন্টার এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব মঞ্জুরুল হক, নন্নী ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ,নন্নী ঈদগাহ্ মাঠের সভাপতি মাহমুদুল হক খোকন, নন্নী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, নন্নী বাজার বাইতুল আমান জামে মসজিদের সভাপতি হাফেজ হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আঃ কাদির, ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক মহাজন, বাঘবের মাদরাসার মোহতামিম মুফতি শামিম হোসেন, তৈয়বুল হক মডেল মাদরাসার মোহতামিম মুফতি রাশেদুল ইসলাম, নন্নী ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওঃ তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই এলাকার মানুষের জন্য আলিফ কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপন হওয়া মানে সৌভাগ্যের ব্যাপার। আমরা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালকের নিকট কৃতগ্যতা প্রকাশ করছি। কারণ বেকারত্ব দূরীকরণসহ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য কম্পিউটার এর ব্যবহার জানা খুবই গুরুত্বপূর্ণ। এলাকার শিক্ষার্থী ও বেকার যুবকদের যোগ্য ও দক্ষ করে গরেতুলতে আলিফ কম্পিউটার ট্রেনিং সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনেকরি।

আলিফ কম্পিউটার ট্রেনিং সেন্টার এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মঞ্জুরুল হক বলেন, আমাকে আল্লাহতায়ালার দেওয়া নিয়ামত থেকে শিক্ষায় পিছিয়ে থাকা জনগোষ্ঠী নন্নী বাসির খেদমতে তৈয়বুল হক মডেল মাদরাসা ও এই আলিফ কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপন করেছি। যাতে করে এই স্থানের বেকার যুবক ও শিক্ষার্থীরা যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠে। ইতিমধ্যে সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন। আর স্মার্ট দেশ গড়তে হলে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে তারই অংশ হিসেবে আলিফ কম্পিউটার ট্রেনিং সেন্টার স্মার্ট নাগরিক তৈরির কাজ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com