আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ১৬টি দেশে ১৪৯ জন চিকিৎসা বিশেষজ্ঞ পাঠিয়েছে চীন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেংয়ের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে (সিজিটিএন) শনিবার এনিয়ে এক বিবৃতি দেন মি।
মি বলেছেন, মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যেতে চায় চীন।
জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, শনিবার করোনায় মাত্র একজন আক্রান্ত হয়েছে এবং টানা চতুর্থ দিন কোনো প্রাণহানি নেই।