1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৩ মে ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চীনে ভয়াবহ টর্নেডোয় নিহত ৫, আহত ৩৩

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের রাজধানী শহর গুয়াংজৌতে স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) বিকেলে শক্তিশালী টর্নেডোর আঘাতে পাঁচজন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন।

প্রতিবেদনে বলা হয়, টর্নেডোটি শহরের বাইয়ুন জেলার ঝোংলুওটান শহরে আনুমানিক বেলা ৩টায় আঘাত হানে। এসময় টর্নেডোর ঘটনাস্থল থেকে প্রায় ২.৮ কিলোমিটার দূরে লিয়াংতিয়ান গ্রামের আবহাওয়া কেন্দ্রে বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে ২০.৬ মিটার নিবন্ধিত হয়েছিল।

প্রাদেশিক আবহাওয়া ব্যুরোর প্রাথমিক তদন্তে বলা হয়েছে, টর্নেডোটি তৃতীয় স্তরের ছিল। টর্নেডোর সর্বোচ্চ তীব্রতার মাত্রা পাঁচ থেকে দুই স্তর নিচে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি বিভাগের উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। রাত ১০টা নাগাদ তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।

টর্নোডোর তাণ্ডবে ১৪১টি কারখানা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়নি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত সপ্তাহে গুয়াংডং-এ মুষলধারে বৃষ্টির কারণে ১০০ বছরের মধ্যে প্রথমবার বন্যা দেখা দেয়, এতে চারজন নিহত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!