বিনোদন ডেস্ক : মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পান জান্নাতুল নাঈম এভ্রিল। পরবর্তী সময়ে তাকে বেশ কিছু নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে। এবার খোলামেলা পোশাক পরে নাচের ভিডিও শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন এই মডেল-অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে আবেদনময়ী একটি ভিডিও পোস্ট করেছেন এভ্রিল। ভিডিওতে দেখা গেছে, খোলামেলা পোশাক পরে একটি ইংরেজি গানের তালে নেচে চলেছেন তিনি। গতকাল শনিবার এভ্রিলের ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিওটি এরই মধ্যে ১৬ হাজারেরও অধিকবার দেখা হয়েছে। পাশাপাশি ভিডিওতে নানা রকম মন্তব্য করছেন নেটিজেনরা।
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন এভ্রিল। প্রথমে তাকে বিজয়ী ঘোষণাও করা হয়। কিন্তু বিয়ের বিষয়ে গোপন করায় মুকুট হারাতে হয় তাকে। তবে পরবর্তী সময়ে মিডিয়াতে নিজের জায়গা করে নিয়েছেন তিনি।
দেখুন: এভ্রিলের ভিডিও