1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলের নৌঘাঁটিতে প্রথমবারের মতো হিজবুল্লাহর ড্রোন হামলা ইসলামী ব্যাংকের সেই এমডি এখনো বহাল তবিয়তে ডিসি নিয়োগে নতুন ফিটলিস্ট হচ্ছে, আসছে দুই স্তরের পদোন্নতি নকলায় নদীতে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু ইসরায়েলে ১৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হিজবুল্লাহর হামলা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমন নালিতাবাড়ীতে দুস্থদের মাঝে দোস্ত এইডের উদ্যোগে ফুডপ্যাক বিতরণ ঝিনাইগাতীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বেনজীর আহমেদের অবস্থান নিয়ে ধূম্রজাল

  • আপডেট টাইম :: শনিবার, ১ জুন, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত চলকালীন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা চলছে। তবে তিনি এখন কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কারও কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এ কারণে তার অবস্থান নিয়ে দেখা দিয়েছে ধূম্রজাল।

অবশ্য তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে সিঙ্গাপুরে অবস্থান করছেন। ওই সূত্রটি বলছে, ৪ মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী-মেয়েসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান বেনজীর। স্ত্রীর চিকিৎসার কারণে তারা সেখানে অবস্থান করছে বলে সূত্রটি জানিয়েছে।

এদিকে পুলিশের সাবেক এ মহাপরিদর্শককে তার স্ত্রী ও তিন মেয়েসহ তলব করেছে দুর্নীতি দমন কমিশন। গত মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাদের তলবি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বেনজীর আহমেদকে ৬ জুন এবং তার স্ত্রী ও মেয়েদের ৯ জুন দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২১ বিঘা জমি, ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানে শেয়ার ও তিনটি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। পরে এসব সম্পদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আদালতে আবেদন করে দুদকের আইনজীবী।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। যদিও ধারণা করা হচ্ছে আদালতের এ আদেশ আসার আগে গত ৪ মে বেনজীর আহমেদ সপরিবারে দেশ ছেড়ে যান। তবে তিনি সিঙ্গাপুরে আছেন, না অন্য কোনো দেশে অবস্থান করছেন সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের কোনো দপ্তর থেকে নিশ্চিত করা হয়নি।

সূত্রে জানা গেছে, শুধু দেশেই নয়। যুক্তরাষ্ট্র, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে সম্পদ রয়েছে বেনজীর আহমেদের। এমন খবরে অনুসন্ধান করছে দুদক। এ তিন দেশে বেনজীরের কি পরিমাণ সম্পদ রয়েছে তা জানতে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাধ্যমে তথ্য চেয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে ৭ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই তালিকায় বেনজীর আহমেদের নাম ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com