বাংলার কাগজ ডেস্ক : মিথ্যা তথ্য দিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণের ঘটনা তদন্তে কমিটি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (৯ জুন) এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসির এক সূত্র।
সূত্রের বরাতে জানা গেছে, নির্বাচন কমিশন সচিবালয়ে একজন যুগ্ম সচিবকে প্রধান করে তিন সদদ্যের কমিটি গঠিত হয়েছে। এরই মধ্যে তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে।
সূত্রের বরাতে আরো জানা যায়, ২০১৯ সালে সাবেক সেনাপ্রধানের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ (জোসেফ) মিথ্যা তথ্য দিয়ে এনআইডিতে নিজেদের নামের পাশাপাশি বাবা-মার নামও পরিবর্তন করেছেন। এর মধ্যে হারিছ আহমেদ এনআইডি নেন মোহাম্মদ হাসান নামে। পরিবর্তন করা হয়েছে হারিছ আহমেদের ছবিও। অপরদিকে নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নাম পাল্টে দুটি এনআইডি সংগ্রহ করেন জোসেফ।
জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ অনুযায়ী, মিথ্যা তথ্য দিয়ে এনআইডি করা এবং একাধিক এনআইডি করা-দুটিই শাস্তিযোগ্য অপরাধ। তদন্ত কমিটির অনুসন্ধানে অপরাধ প্রমাণিত হলে বিচারের মুখোমুখি হতে পারেন সাবেক সেনাপ্রধানের দুই ভাই।
২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন আজিজ আহমেদ। অভিযোগ রয়েছে সাবেক সেনাপ্রধানের সুপারিশে তার দুই ভাইয়ের এনআইডির তথ্য পরিবর্তন করা হয়েছে।এদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের পাসপোর্ট জালিয়াতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১০ জুন) এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এ কথা বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জালিয়াতির ঘটনায় দুদক থেকে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।তবে দুদকের অনুসন্ধানের বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি তিনি। যদিও গত ২৯ মে আজিজ আহমেদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ শিডিউলভুক্ত হলে অনুসন্ধানের জন্য আমলে নেবেন বলে জানিয়েছিলেন দুদক চেয়ারম্যান।