বিপ্লব কুমার বলেন, ‘আমরা অত্যন্ত ক্ষোভ ও দৃঢ়তার সঙ্গে বলতে চাই, দেশে উন্নয়নের যে জোয়ার প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন, এই সন্ত্রাসী চক্র বেছে বেছে সেগুলোতে হামলা করেছে। সেতু ভবনে হামলা করেছে। মেট্রো রেল প্রকল্পের মূল সেন্টার সেতু ভবন, পদ্মা সেতুরও মূল সেন্টার সেতু ভবন।
এসব জামায়াত-বিএনপি চক্রকে ধরার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার পুলিশ তাই করবে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য ডিএমপি কাজ করছে। এই কাজ আরো বেগবান করা হবে। ঢাকার ভেতরে যারাই থাকুক না কেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ডিএমপি দৃঢ়প্রতিজ্ঞ।
ঢাকায় নিরাপত্তার কোনো হুমকি আছে কি না জানতে চাইলে ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন, ‘সন্ত্রাসীরা গা ঢাকা দিয়ে আছে। আমাদের ব্লকড রেইড চলমান। ব্লকড রেইড ছাড়াও ঢাকায় দিনরাতে পুলিশের অপারেশন চলমান। সন্ত্রাসীরা গা ঢাকা দিক আর যেখানেই থাকুক, পুলিশ সদস্যকে হত্যা করে দেশের যে প্রান্তেই পালিয়ে যাক না কেন আমরা তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করব।’
বিপ্লব কুমার বলেন, পুলিশের পোশাকের ওপর আঘাত করা মানে আইজিপির ওপর আঘাত করা, কমিশনারের (ডিএমপির) ওপর আঘাত করা। যারা পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে, তাদের কালো হাত আইনগতভাবে ভেঙে দেওয়া হবে।
সারা দেশে গ্রেপ্তার
গতকাল পর্যন্ত সারা দেশে গ্রেপ্তারকৃতদের মধ্যে নারায়ণগঞ্জে ১৪ মামলায় আসামি করা হয়েছে সাত হাজারের বেশি। এর মধ্যে ২৪ ঘণ্টায় ৬৫ জনসহ গ্রেপ্তার হয়েছে ৩৭৪ জন। এ ছাড়া গাজীপুরে ৩৩ মামলায় ১৭৭ জন, চট্টগ্রামে নতুন এক মামলাসহ মোট ১৭ মামলায় এ পর্যন্ত ৪০৮ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয় ৩৫ জন। এ ছাড়া ফেনীতে এ পর্যন্ত ৭০ জন, গাইবান্ধায় ৭৭ জন, ঈশ্বরদীতে ৩০, লালমনিরহাটে দুই, নীলফামারীতে ৫৯, শেরপুরে ১০ জন, সিরাজগঞ্জে ১৫৬ জন ও বরগুনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
নাশকতাকারীদের তথ্য চাইল পুলিশ
কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতাকারী-দুষ্কৃতকারীদের সম্পর্কে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গত বুধবার এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য এবং নাশকতার ছবি/ভিডিও ফুটেজ দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করলে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্য দেওয়ার জন্য ০১৩২০০০১২২২ ও ০১৩২০০০১২২৩ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়।