আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের আতুরঘর চীনের উত্তর-পূর্বের জিলিন প্রদেশের জিলিন শহরে নতুন করে ৬ জন করোনা আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২১। দুই সপ্তাহ আগে শহরটিতে করোনা ধরা পরার পর দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। কমিউনিটি সংক্রমণ শুরু হওয়ার শঙ্কায় লকডাউন ঘোষণা করা হয়েছে জিলিন শহরে।
বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, থিয়েটার, ইন্টারনেট ক্যাফে, পার্লার ও গণসৌচাগার। জনসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দূরপাল্লার রেল ও বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
জিলিন শহরের ভাইস-মেয়র গেই ডংপিং বুধবার (১৩ মে) বলেছেন, ‘বর্তমান সংক্রমণ খুবই মারাত্মক ও জটিল। দ্রুত ছড়িয়ে পড়ে। সে কারণে বড় রকমের ঝুঁকি রয়েছে। মহামারি এই ভাইরাসের সংক্রমণ রুখতে আমরা পদক্ষেপ নিয়েছি এবং সেগুলো বাস্তবায়ন করতে শুরু করেছি।’
এখন যদি কেউ জিলিন শহর ছাড়তে চায় তাহলে তাকে করোনার নেগেটিভ রিপোর্ট দেখিয়ে ছাড়তে হবে।