এদিকে অর্থসংকটের কারণে থমকে গেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন। বিদায়ি ২০২৩-২৪ অর্থবছরের এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৮০ শতাংশ, মূল এডিপির তুলনায় যা আরো কম।
মেগাপ্রকল্পের পাশাপাশি অনিশ্চয়তা রয়েছে চলতি অর্থবছরে এডিপিতে অনুমোদন পাওয়া এক হাজার ৩২১টি প্রকল্পে। এসব প্রকল্পের মধ্যে বিনিয়োগ প্রকল্প এক হাজার ১৩৩টি, কারিগরি সহায়তার ৮৭টি এবং সমীক্ষা প্রকল্প ২১টি।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা মনে করেন, অন্তর্বর্তী সরকার এগুলোর মধ্যে অনেক প্রকল্প বাদ দিতে পারে। কারণ প্রকল্পগুলোতে রাজনৈতিক বিবেচনা তথা লবিংয়ের প্রকল্পও রয়েছে। বিশেষ করে ৫০ কোটি টাকার নিচে যেসব প্রকল্প রয়েছে, এগুলোর অনেক প্রকল্পই লবিংয়ের মাধ্যমে অনুমোদন হয়ে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরী বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ অনেক হলেও সময় কম। সুতরাং চলমান প্রকল্পগুলো ভালোভাবে খতিয়ে দেখে প্রকৃত প্রয়োজন হলে বাস্তবায়ন শেষ করতে হবে। রাজনৈতিক বিবেচনায় নেওয়া এবং কম গুরুত্বপূর্ণ প্রকল্প হলে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
পরিকল্পনা কমিশনের ভৌত ও অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ‘বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দ ঠিক করা হবে। মেগাপ্রকল্পসহ অন্যান্য প্রকল্পের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও অর্থ উপদেষ্টার সঙ্গে আমরা বৈঠক করব। এই সরকারের পলিসি অনুযায়ী আমাদের কার্যক্রম চলবে। তিনি মন্ত্রণালয়ে এলে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক করবেন, সেখানে আমরা সার্বিক অবস্থা তুলে ধরব।’
তিনি বলেন, ‘কোনো প্রকল্প বাদ দেওয়া হবে কিনা—এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। উপদেষ্টা আমাদের যেভাবে কাজ করতে বলবেন, আমরা সেভাবে করব।’
এক প্রশ্নের জবাবে এমদাদ উল্লাহ মিয়ান বলেন, মেট্রো রেল ও এক্সপ্রেসওয়ের মতো ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলো সংস্কারে যদি কোনো প্রস্তাব দেওয়া হয়, সেগুলো অবশ্যই আগে গুরুত্ব দেওয়া হবে। তবে মন্ত্রণালয়ের বরাদ্দ থেকেও এগুলো সংস্কার করা হতে পারে। সে ক্ষেত্রে কোনো প্রকল্প প্রস্তাবনা না-ও আসতে পারে।
তিনি বলেন, দ্রুত সময়ে অর্থনীতিতে অবদান রাখতে পারে—এমন প্রকল্পই বেশি গুরুত্ব দেওয়া হবে। ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন হলে যেসব প্রকল্প থেকে ফিডব্যাক পাওয়া যাবে—এমন প্রকল্প আপাতত অনুমোদন না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।