স্বাস্থ্য ডেস্ক : চিকিৎসকেরা বলেন, মাথাব্যথা কতটা ভয়ের তার নির্ভর করে মাথার কোন জায়গায় ব্যথা হচ্ছে, দিনে কত বার ব্যথা অনুভব হচ্ছে এবং এর তীব্রতার ওপর। এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে মাথাব্যথাকে দুই ভাগে ভাগ করা হয়। প্রাথমিক মাথাব্যথা এবং মাধ্যমিক মাথাব্যথা। প্রাথমিক মাথাব্যথার কোনো উৎপত্তি স্থল পাওয়া যায় না। কিন্তু মাথাব্যথা অনুভূত হয়। মাধ্যমিক মাথাব্যথার উৎপত্তিস্থল পাওয়া যায়। এবং এর পেছনে টিউমারের মতো কারণ থাকতে পারে।
মাথাব্যথা হলে কখন বিশেষজ্ঞের কাছে যেতে হবে?— ডা. আবু সাঈদের পরামর্শ
মাথাব্যথার সাথে যদি বমি বমি ভাব থাকে
মাথাব্যথার সঙ্গে যদি কথা বলতে জড়তা দেখা হয়
ধীরে ধীরে যদি জ্ঞান শক্তি কমে আসে
এসব বিষয়কে উপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।