1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশের কাছে ৫ ভারতীয় বিদ্যুৎ কম্পানির পাওনা ১ বিলিয়ন ডলার

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : বিদ্যুৎ সরবরাহকারী পাঁচটি ভারতীয় প্রতিষ্ঠানের এক বিলিয়ন ডলারের বেশি পাওনা জমেছে বাংলাদেশের কাছে। এর মধ্যে প্রায় ৮০০ মিলিয়ন ডলার পাবে আদানি পাওয়ার। বকেয়া থাকা সত্ত্বেও ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় ভারতীয় এই কম্পানিগুলো বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেনি।  মঙ্গলবার ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় স্থাপিত এক হাজার ৬০০ মেগাওয়াট কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে আদানি পাওয়ার। এই প্রতিষ্ঠান বকেয়া অর্থের মধ্যে প্রায় ৮০০ মিলিয়ন পাবে। এ ছাড়া গত ৩০ জুন পর্যন্ত এসইআইএল এনার্জি ইন্ডিয়ার পাওনা প্রায় ১৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি আছে।

ভারতের রাষ্ট্রায়ত্ত এনটিপিসি তিন বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় ৭৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। প্রতিষ্ঠানটির পাওনা প্রায় ৮০ মিলিয়ন ডলার।

সংবাদমাধ্যমটি আরো জানায়, গত ২৫ আগস্ট পর্যন্ত ভারতের পাওয়ার ট্রেডিং করপোরেশনের (পিটিসি) বাংলাদেশের কাছে পাওনা জমেছে ৪৬ মিলিয়ন ডলার। এ ছাড়া ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড বাংলাদেশের কাছে ২০ মিলিয়ন ডলার পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com