আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার এক্স – এ এক পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, তাদের হামলায় নাসরাল্লাহ নিহত হয়েছেন। এতে বলা হয়, ‘ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের নেতাকে নির্মূল করেছে। হাসান নাসরাল্লাহ আর বিশ্বে ত্রাস সৃষ্টি করতে পারবেন না।’
হিজবুল্লাহ একটি বিবৃতিতে বলেছে, তারা ‘গাজা ও ফিলিস্তিনের সমর্থনে এবং লেবানন ও এর সম্মানিত জনগণের প্রতিরক্ষায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে।’
নাসরুল্লাহর মৃত্যুর ঘোষণার পর হিজবুল্লাহর আল-মানার টিভি কোরআনের আয়াত সম্প্রচার শুরু করে।