শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা উপজেলায় বন্য শূকরের আক্রমণে আপন ৩ ভাই আহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ৩ রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে একটি শুকর খাবারের সন্ধানে উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশ কবির মোল্লার বাড়ির রান্না ঘরে ঢুকে পড়ে। এ সময় কবির মোল্লা ওই শুকরকে তাড়াতে গেলে ক্ষিপ্ত হয়ে কবির মোল্লা (৩৮ ), তার ভাই ওমর মোল্লা (৩২) ও মাসুদ মোল্লা (২৮) কে কামড়ে আহত করে। এদের মধ্যে ওমর মোল্লা আঘাত গুরুতর। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, প্রায়ই সুন্দরবন থেকে শূকরের দল পালাক্রমে লোকালয়ে এসে ফসলি জমি নষ্ট করে এবং অনেক সময় এলাকাবাসির বাড়ি ঘরের ক্ষতি সাধন করে।
এ ব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসফাক হোসেন বলেন, একজনের আঘাত কিছুটা গুরুতর হলেও তিনি শংকা মুক্ত। অন্য দুইজনও স্বাভাবিক আছেন।