1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিসি নিয়োগে নতুন ফিটলিস্ট হচ্ছে, আসছে দুই স্তরের পদোন্নতি নকলায় নদীতে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু ইসরায়েলে ১৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হিজবুল্লাহর হামলা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমন নালিতাবাড়ীতে দুস্থদের মাঝে দোস্ত এইডের উদ্যোগে ফুডপ্যাক বিতরণ ঝিনাইগাতীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ৩০ হাজার কোটি ডলার পাবে দরিদ্র দেশগুলো

‘স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করেছে, কিন্তু ষড়যন্ত্র থেমে নেই’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বান্দরবান : গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। ‘স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করেছে, কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। হিন্দু ধর্মাবলম্বীদে ধর্মীয় বড় উৎসব দুর্গা পূজাকে কেন্দ্র করে ষড়যন্ত্র করে গোটা দেশে সাম্প্রদায়িক দাঁঙ্গা লাগিয়ে দিতে পারে। সে জন্য বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’

সোমবার (৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে হোটেল গ্র্যান্ড ভ্যালীর মিলনায়তনে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিএনপি’র জেলা নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন পরিষদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এ কথা বলেন।

প্রধান অতিথি মাহবুবের রহমান শামীম বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কোনো প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে। সে বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকারে বান্দরবানের বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবে।

তিনি আরও বলেন, দুর্গাপূজায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে দলের নেতাকর্মী ও পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে জেলার প্রত্যেকটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক দল গঠন করে দিনরাত পাহারার ব্যবস্থা করা হবে।

বান্দরবান জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ বলেন, এই বান্দরবান জেলায় হিন্দু, পাহাড়ি ও বাঙালিরা শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। দীর্ঘবছর ধরে পূজা মণ্ডপেও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। মিলেমিশে সম্প্রীতির বান্দরবানে সব সময় শান্তিতে বসবাস করছি। এটা আমাদের ঐতিহ্য। আগামীতেও শান্তি বজায় রাখতে সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সব পক্ষকে মিলে একসঙ্গে কাজ করতে হবে।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, আগামীকাল থেকে কোন রাজনৈতিক প্রোগ্রাম থাকবে না। জেলা বিএনপি’র পক্ষ থেকে পূজা মনিটরি টিম গঠন করা হয়েছে। কোন এলাকা সমস্যা সৃষ্টি হলে বা এমনটিই মনে করলে সাথে সাথে আমাদেরকে জানাবেন। সবসময় ১০০-২০০ জন সেচ্ছাসেবক পূজা শেষ না হাওয়া পর্যন্ত আপনাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন এই নেতা।

এসময় বান্দরবান পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ সভাপতিত্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি লুসাই মং মার্মা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব চনুমং মারমা, জেলা বিএনপির নেতা রিটল বিশ্বাস, হিন্দু সম্প্রদায়ের নেতা নিখিল কান্তি দাশ ও প্রতাপ বিশ্বাস সহ হিন্দু ধর্মালম্বী ও বুদ্ধ ধর্মালম্বী সম্প্রদায়রা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com