নালিতাবাড়ী (শেরপুর) : বন্যা কবলিত নন্নী ইউনিয়নের ঘরবাড়ি বিধ্বস্তদের পুনর্বাসন করতে আর্থিক সহায়তা প্রদান করেছে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ৮৪ ব্যাচ। শনিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বন্যা কবলিত নন্নী ইউনিয়নের বন্যা বিধ্বস্ত ঘরবাড়ি হারাদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের হাতে ৩ থেকে ৪ হাজার করে টাকা বাড়ি মেরামতের অংশ হিসেবে প্রদানকালে চুরাশিয়ান ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ শাহীন, চুরাশিয়ান একেএম মুঞ্জুরুল ইসলাম, নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন, চুরাশিয়ান আবু বক্কর প্রিন্স, প্রাথমিক শিক্ষক নেতা হাফিজুর রহমান, আব্দুল কুদ্দুস, আবু সাঈদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় নালিতাবাড়ীর অনেকে ঘরবাড়ি হারিয়েছেন। তাদের পুরোপুরি পুনর্বাসনের সামর্থ আমাদের নেই। কিন্তু কিছুটা হলেও তাদের পাশে দাড়াতেই আমাদের এ উদ্যোগ। তাই আমরা চুরাশিয়ান বন্ধুরা মিলে নিজেদের মধ্যে চাঁদা উঠিয়ে যথাসম্ভব পাশে দাড়াতে চেষ্টা করেছি।