গাজিপুর : জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসীদের সাথে লড়াই সাহসিকতার উদাহরণ সৃষ্টি করেছেন সাংবাদিক তুহিন সারোয়ার। গত ১০ অক্টোবর রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির পুকুর এলাকায় ফ্যাশন গার্মেন্টসের সামনে ঘটে এক ভয়াবহ সন্ত্রাসী আক্রমণ। সাত-আটজন সশস্ত্র সন্ত্রাসী প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে একজন ব্যক্তিকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। অসংখ্য পথচারী ভয়ে নিরব থাকলেও তুহিন সারোয়ার ও তার ছোট ভাই আশরাফুল দৃঢ় মনোবল নিয়ে তাদের সামনে দাঁড়ান।
তুহিন সারোয়ার ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, “আমি আর আমার ছোট ভাই আশরাফুল বাসায় ফিরছিলাম। হঠাৎ এক ব্যক্তির চিৎকার শুনে বুঝতে পারলাম কিছু সন্ত্রাসী তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে যাই এবং সন্ত্রাসীদের প্রতিহত করে সেই ব্যক্তিকে বাঁচাতে সক্ষম হই। ভুক্তভোগীর নাম, সোহেল মিয়া (৩৫) ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা বলে জানান।”
সাংবাদিক সারোয়ার আরও জানান, ”তাদের আঘাতের শিকার হয়েও আমি ও আমার ছোট ভাই আশরাফুল সাহস করে সন্ত্রাসীদের ধাওয়া করতে থাকি। সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলেও আমরা প্রায় অর্ধ কিলোমিটার ধাওয়া করে সুবেল মিয়া (৩০) নামক এক সন্ত্রাসীকে ধরে ফেলি।” তিনি কোনাবাড়ির এলাকার বাসিন্দা বলে জানা যায়।
ভুক্তভোগী সোহেল মিয়া জানান, তিনি গাজীপুরের সাইনবোর্ড এলাকার মক্কা মার্কেটের ব্যবসায়ী মনির হোসেনের কাছে গিয়েছিলেন মালামাল কিনতে। ভোগড়া বাইপাস এলাকা থেকে রিকশায় ব্যবসায়ী মনির হোসেনের সাথে আসার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির পুকুর এলাকার ফ্যাশন গার্মেন্টসের সামনে কিছু সন্ত্রাসী তার ওপর আক্রমণ করে তার কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় সাংবাদিক তুহিন সারোয়ার এবং আশরাফুল এর সাহসিকতায় তিনি প্রাণে বেঁচে যান।
সাইনবোর্ড এলাকার ব্যবসায়ীরা এ ঘটনার পর সাংবাদিক তুহিন সারোয়ারকে এমন ঘটনার জন্য প্রশংসা করেছেন।
ব্যবসায়ী মনির হোসেন জানান, “ভুক্ত বিজয় সোহেল মিয়া দেড় লাখ টাকা নিয়ে ঢাকা থেকে তার কাছে আসছিলেন এবং তিনিও তিনিও সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন।”
এ বিষয়ে তুহিন সারোয়ার বলেন, “মানুষের জীবন বাঁচানো আমাদের দায়িত্ব। আমরা কোনো চিন্তা না করেই মানুষের জন্য এগিয়ে গেছি এবং যতটা সম্ভব প্রতিবাদ করেছি। তারপর আমরা পুলিশে খবর দেই এবং সন্ত্রাসীকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় হস্তান্তর করি।”
গাছা থানার এসআই সাইদুর রহমান গটনস্থল পরিদর্শন করে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বক্তব্য শোনেন এবং আটকৃত সন্ত্রাসীও ঘটনার দায় স্বীকার করেন। তারপর ভুক্তভোগি সোহেলের অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসীকে এসআই সাইদুর রহমান প্রাথমিক চিকিৎসা প্রদান করে থানায় নিয়ে যান।
এসআই সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক তুহিন সারোয়ার বাংলাদেশে বসবাসরত একজন আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্মের সাংবাদিক। তিনি ভারতের প্রভাবশালী মিডিয়া “হিন্দুস্তান টাইমস” এবং কলকাতার বাংলা পত্রিকা “দৈনিক বর্তমান” সহ অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া আউটলেটের জন্য বাংলাদেশের নানা সমস্যা নিয়মিত কভার করে থাকেন।