আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে এসেছে ইতালিতে। কিন্তু মঙ্গলবার (১৯ মে) আবার বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সোমবার দেশটিতে প্রাণ হারিয়েছিল ৯৯ জন। মঙ্গলবার সেটা বেড়ে হয়েছে ১৬২ জন। সোমবার আক্রান্ত হয়েছিল ৪৫১ জন। মঙ্গলবার সেটা বেড়ে হয়েছে ৮১৩ জন। ইতালির জননিরাপত্তা এজেন্সির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। খবর আল জাজিরার।
ইতালিতে ২১ এ ফেব্রুয়ারি করোনায় প্রথম প্রাণহানি ঘটে। ১৯ মে পর্যন্ত দেশটিতে মারা গেছে ৩২ হাজার ১৬৯ জন। যা বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে মারা গেছে রেকর্ড ৯৩ হাজার ৫০১ জন এবং যুক্তরাজ্যে প্রাণ হারিয়েছে ৩৫ হাজার ৩৪১ জন।
ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৬৯৯ জন। বিশ্বের মধ্যে যা ষষ্ঠ সর্বোচ্চ। ইতালির সামনে আছে যুক্তরাষ্ট্র (১৫ লাখ ৭০ হাজার ৭৫ জন), রাশিয়া (২ লাখ ৯৯ হাজার ৯৪১ জন), স্পেন (২ লাখ ৭৮ হাজার ৮০৩ জন), ব্রাজিল (২ লাখ ৭১ হাজার ৬২৮ জন) ও যুক্তরাজ্য (২ লাখ ৪৮ হাজার ৮১৮ জন)।