তিনি বলেন, আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় রাজনীতি করেছে, তাতে আর কখনোই বাংলাদেশে রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে শহীদদের প্রতি প্রতারণা করা হবে মন্তব্য করে নাহিদ বলেন, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, তা হবে গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে প্রতারণার শামিল। অবশ্যই আমরা আমাদের জীবন থাকতে তা হতে দেব না।