অনুসন্ধানে জানা গেছে, শুধু আয়েন উদ্দিনই নয়, তার মতো ছাত্রলীগের নেতা থেকে শতকোটি টাকার মালিক হয়েছেন এমন নেতার সংখ্যা রাজশাহীতেই আছে অন্তত ২৫ জন। তাদের মধ্যে রয়েছেন- মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রোকনুজ্জামান রেন্টু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালেহ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম হিরা বাচ্চু, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ। একসময় কিছুই ছিল না এই নেতাদের। কিন্তু এখন একেকজন শতকোটি টাকার মালিক। সবচেয়ে বেশি টাকার মালিক হয়েছেন ডাবলু সরকার, রোকনুজ্জামান রেন্টু, আবু সালেহ ও রমজান আলী।
তাদের মধ্যে ডাবলু সরকার জমি দখল, টেন্ডার বাণিজ্য করে কোটি টাকার টাকার মালিক হয়েছেন। রোকনুজ্জামান রেন্টু রাজশাহীর সাবেক পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে পুলিশে নিয়োগ বাণিজ্য করে আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শেখরের মাধ্যমে বদলি ও নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। আবু সালেহ টেন্ডার বাণিজ্য এবং যুবলীগের সভাপতি হয়ে দলীয় পদ বাণিজ্য করে কোটি কোটি টাকা আয় করেছেন বলে অভিযোগ রয়েছে। রমজান আলী রেলওয়ের টেন্ডার বাণিজ্য এবং জমি দখল করে অন্তত তিন শ কোটি টাকার মালিক বনে গেছেন।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক এক সভাপতি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ছাত্রলীগের পদে গিয়ে এখন রাজশাহীতেই ২০-২৫ জন আছেন শতকোটি টাকার মালিক। তারা পরবর্তী সময়ে জেলা বা মহানগর আওয়ামী লীগ, যুবলীগের পদ ভাগিয়ে বা এমপি হয়ে শত শত কোটি টাকা কামিয়েছেন। এমনকি ছাত্রলীগের নেতা থাকা অবস্থায়ও অনেকে কোটি টাকার মালিক হয়েছেন টেন্ডার বাণিজ্য, দখল বাণিজ্য করে। তবে ছাত্রলীগ নিষিদ্ধ হোক এটা আমি চাইনি।’