নকলা (শেরপুর): শেরপুরের নকলায় অটোরিকশা চাপায় আমেনা খাতুন নামে চার বছর বয়সী এক কন্যাশিশু নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার আজমল হক এর মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে হাসনখিলার নিজ বাড়ি থেকে শিশু আমেনা দোকান থেকে খাবার কিনতে যায়। কেনা শেষে রাস্তা পারাপারের সময় ব্যাটারীচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে নকলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।