মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুনতাহার বাবা শামীম আহমদ। নিজেকে হতভাগা জন্মদাতা আখ্যা দিয়ে বলেন, ‘আমার ফুলের মতো বাচ্চাটাকে কেন এভাবে হত্যা করা হলো! এর সুষ্ঠু বিচার চাই।’
তিনি বলেন, ‘নিখোঁজের পর থেকে আমার মেয়েটা সারা দেশের মানুষের সন্তান হয়ে গেছে। নিখোঁজের পর দেশবাসী যেভাবে তার সন্ধানে এগিয়ে এসেছে, সহযোগিতা করেছে, ভালোবেসেছে, তাতে আমার মনে হয়েছে মুনতাহা সবার সন্তান। আমি হতভাগা জন্মদাতা।’
মুনতাহার ফুফু ফাতেমা জান্নাত বলেন, ‘কেন আমার ভাতিজিকে হত্যা করা হলো? মর্জিনা তো বাসায় এসে মুনতাহাকে পড়াত। তাকে ঘুরতে নিয়ে যেত। সে কিভাবে এ কাজ করল!’
পূর্ব শত্রুতা ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সে রকম কিছু ছিল না। পড়ানো শেষে প্রায়ই মর্জিনা কাউকে না জানিয়ে মুনতাহাকে নিয়ে বেড়াতে চলে যেত। বারবার নিষেধ করেও কাজ হয়নি। পরে মুনতাহার বাবা তাকে গৃহশিক্ষকের কাজ থেকে বাদ দেয়। এতে ক্ষুব্ধ হয়ে সে এ কাজ করল কি না বুঝতে পারছি না!’ জানা গেছে, মর্জিনা স্থানীয় মাদরাসায় নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে।
যেভাবে মেলে মুনতাহার সন্ধান : পুলিশ ও মুনতাহার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩ নভেম্বর মুনতাহাকে অপহরণের পর ওই দিন মাগরিবের পর মুনতাহাকে গলা টিপে হত্যা করা হয়। এরপর রাতে তাকে বাড়ির পাশের একটি ডোবায় পুঁতে রাখা হয়।
প্রতিবেশী মর্জিনার কথাবার্তায় সন্দেহ দেখা দিলে গত শনিবার রাতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ঘটনা জানাজানি হয়ে যেতে পারে এই ভয়ে মর্জিনার মা অলিফজান রাত ৪টার দিকে ডোবা থেকে মুনতাহার লাশ তুলে পাশের পুকুরে ফেলে দিতে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা সেটি দেখে তাকে আটকে পুলিশে খবর দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা আলিফজানের ঘরে আগুন দেয়। পরে পুলিশ এসে তাদের নিবৃত্ত করে।
পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় শিশু মুনতাহার শরীর কাদায় লেপ্টে ছিল। গলায় রশি জাতীয় কিছু পেঁচানো ছিল।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে এক মহিলা মুনতাহার বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহ উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সম্ভবত পুকুরে ফেলে দেওয়ার জন্য মরদেহটি তোলা হয়েছিল। তখন স্থানীয় লোকজন বিষয়টি দেখে ফেলে।’ তিনি বলেন, ‘আমরা আগে থেকে এলাকার কিছু মানুষকে বলে রেখেছিলাম পাহারা দেওয়ার জন্য। সে অনুযায়ী লোকজন পাহারায় ছিল। জড়িত থাকা সন্দেহে চারজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), রফিকুল ইসলাম বলেন, ‘তুচ্ছ কারণেই এই হত্যার ঘটনা ঘটেছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। আমরা অভিযুক্ত মর্জিনা ও তার মাকে আটক করেছি। সঙ্গে আরো দুজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হয়তো সোমবার সকালের মধ্যে হত্যার রহস্য জানানো যাবে।’
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর গতকাল বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘সিলেট জেলা পুলিশ প্রথম থেকে বাচ্ছাটিকে উদ্ধারে চেষ্টা চালিয়েছে। আমাদের সব সোর্সকে কাজে লাগিয়ে চেষ্টা করেছিলাম। কিন্তু বাচ্ছাটিকে আমরা জীবিত উদ্ধার করতে পারিনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, একজনই প্রত্যক্ষভাবে এই হত্যাকাণ্ডে জড়িত।’