1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিলখানা হত্যাকাণ্ডে সম্মতি ছিল শেখ হাসিনার, জানানো হয় বিডিআর সদস্যদের “দেশের মাটিতে আ.লীগের রাজনৈতিক করার কোন অধিকার নেই” নির্বাহী কমিটি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, থাকবেন যারা আশ্বাসে আস্থা নেই, উপদেষ্টা ছাড়া ঘরে ফিরবেন না আন্দোলনকারীরা চূড়ান্ত বিপ্লব ডাকের হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ জানুয়ারিতেই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই আফগানিস্তানে হাজারো দর্শকের সামনে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি, ছবি ভাইরাল লিবিয়া ও তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন ১৬১ বাংলাদেশি সমন্বয়কদের নিয়ে জরুরি সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নকলায় পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক ও শিশুসহ নিহত ৪, আহত ৩

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী, শিশু সিএনজি’র চালকসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের কন্যা তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পালাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের সুলতান মিয়ার স্ত্রী সাবিনা বেগম (২০) ও একই উপজেলার সাহাপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সিএনজি চালক আলাল উদ্দিন (৩৫)। আহতরা হলো- নিহত তায়েবার বড় বোন তোবা (১৬), ছোট ভাই আদনান ছাবিদ (৩) ও মা উম্মে সালমা (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার উম্মে সালমা তার তিন সন্তানকে নিয়ে দুই দিন আগে শেরপুরের এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। আজ বুধবার নালিতাবাড়ী থেকে ময়মনসিংহের উদ্যেশে সিএনজিযোগে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড় হয়ে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে সিএনজিটি ওঠার সময় ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তায়েবা ও তাজেন মিয়া মারা যায়। এসময় আশপাশের লোকজন দ্রুত হতাহতদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যান। পরে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে সাবিনা বেগম ও আলাল উদ্দিন মারা যান। আহত অন্যদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপের চালক পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে সিএনজি ও পিকআপ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com